Ajker Patrika

ভাগনের লাশ দাফনে যাওয়ার পথে ট্রাকচাপায় খালা-খালু নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
ভাগনের লাশ দাফনে যাওয়ার পথে ট্রাকচাপায় খালা-খালু নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় ভাগনের লাশ দাফনে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানযাত্রী খালা-খালু নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিনের ব্যবধানে দুজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে মধ্যগড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী জুলেখা বেগম (৫০) ও গতকাল শনিবার রাতে তাঁর দুলাভাই উপজেলার ধুবনী গ্রামের আব্দুল কাইয়ুমের (৭০) মৃত্যু হয়।

গতকাল শনিবার সকালে ভ্যানযোগে রংপুরে যাওয়ার পথে হাতীবান্ধা উপজেলার দিঘীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সকালে আব্দুল কাইয়ুমের ভাগনে আনোয়ার হোসেন রংপুরে মারা যায়। ভাগনের লাশ দাফন করতে রংপুরের উদ্দেশে পরিবারের সকলেই ভ্যানযোগে রওনা দেন। পথে হাতীবান্ধা উপজেলা দিঘীরহাটে এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৬ যাত্রী আহত হন। গুরুতর আহত হন জুলেখা বেগম ও আব্দুল কাইয়ুম।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সিঙ্গীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘ভাগনের জানাজায় যাওয়ার সময় দুর্ঘটনায় আহত খালা-খালু দুজন আমার ইউনিয়নের বাসিন্দা। তারা দুজনেই রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

হাতীবান্ধা হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ‘দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যাওয়ার তথ্য পেয়েছি। এই ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত