Ajker Patrika

গঙ্গাচড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
গঙ্গাচড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় ডোবার পানিতে ডুবে মুয়াজ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে গঙ্গাচড়ার সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুয়াজ ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। আজ সকালে বাড়ির সামনে ধান খেতে পানি সেচে মাছ শিকার করছিল আব্দুল মালেক। এ সময় মুয়াজের মা ছেলেকে মাছ রাখার জন্য পলিথিনের ব্যাগ দিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। ব্যাগ দিতে যাওয়ার সময় জমির পাশে ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। 

প্রতিবেশী অলিফা বলেন, ‘মুয়াজের মা ব্যাগ দিয়ে বাবার কাছে পাঠায়। এর কিছুক্ষণ পর ‍মুয়াজের বাবা বাড়িতে চলে আসে। এ সময় শিশুটির মা ছেলের কথা জিজ্ঞেস করে। তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজা-খুজির করে। পরে জমির পাশে ডোবায় নেমে খোঁজা-খুঁজি করলে একপর্যায়ে দেখে সে পানিতে ডুবে আছে। সেখান থেকে তুলো পেট থেকে পানি বের করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে খবর পেয়েছি, সেখানে আমাদের পুলিশ সদস্যরা পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত