Ajker Patrika

কাউনিয়ায় ডাম্পট্রাকের চাপায় নারী নিহত 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৪০
কাউনিয়ায় ডাম্পট্রাকের চাপায় নারী নিহত 

রংপুরের কাউনিয়ায় বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় রাবেয়া বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদভাটা এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বরের তপধন শহীদ আবাসনের মৃত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, আজ সকাল ৭টার দিকে হারাগাছ-রংপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাবেয়া বেগম। এ সময় হারাগাছ ধুমগাড়া চর থেকে বালুভর্তি একটি ডাম্পট্রাক রংপুর শহরে যাওয়ার পথে বানুপাড়া শহীদ ভাটা এলাকায় একটি ট্রাক্টরকে ওভারটেক করতে যায়। পরে ট্রাক্টরটি ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এ সময় ডাম্পট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনার পরপরই ডাম্পট্রাকটিসহ চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। এ বিষয়ে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত