Ajker Patrika

বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ০৭
বিয়ের প্রলোভনে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে নারীকে কক্সবাজারে নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছে ভুক্তভোগীর চাচা। আদালত মামলাটি আমলে নিয়ে বালিয়াডাঙ্গী থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। 

বাদীপক্ষের আইনজীবী আবেদুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অভিযুক্ত কামরুজ্জামান বাহাদুর উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী জিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। 

আইনজীবী আবেদুর রহমান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীর (১৯) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় কামরুজ্জামান বাহাদুর নামে ওই যুবক। ভুক্তভোগীর সঙ্গে প্রথমে ঢাকায় পরে কক্সবাজারে নিয়ে গিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক করে অভিযুক্ত যুবক। কক্সবাজার থেকে ফেরার পর ভুক্তভোগী যুবকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে সে। 

একপর্যায়ে তার স্ত্রী ও মা মারধর করে বাড়ি থেকে বের করে দেয় ভুক্তভোগীকে। তাঁকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী। তবে ধর্ষণ ও মারধরের অভিযোগ অস্বীকার করছেন কামরুজ্জামান বাহাদুর, তাঁর স্ত্রী ও মা। 

কামরুজ্জামান বাহাদুর মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, এলাকায় সফল ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত। তার গাড়ি-বাড়ি, টাকা-পয়সা সবই আছে। এসব থেকে কিছু পেতে স্থানীয় কয়েকজন রং লাগিয়ে ঘটনা বানাচ্ছেন। তাঁর স্ত্রী ও মা জানান, তাঁকে মারধর করা হয়নি। ওই নারী রাতে এসেছিল। কিছুক্ষণ পরেই স্থানীয়রা এসে তাঁকে নিয়ে গেছে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, আদালত থেকে নির্দেশনা হাতে পৌঁছায়নি। পৌঁছালে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত