Ajker Patrika

পুতুলকে নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ২১: ৪৬
Thumbnail image

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় রুমন সরকার রনি (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ পৌর বাজার এলাকা থেকে পুলিশ তাঁকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার রুমন উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে। 

রোববার রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল শনিবার রাত ৯টা ২৫ মিনিটে রুমন সরকার রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মানহানিকর কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল রোববার দুপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় একটি মামলা দায়ের করেন। এ মামলার ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত