Ajker Patrika

কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার দক্ষিণ সোনা কুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি এলাকার নুরুল হকের ছেলে আনারুল হক (৩০) ও জলঢাকা পৌরসভার চেরেঙ্গা হাজী পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মেজবাহুল ইসলাম মতিন (৪০)। 

কিশোরগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, কয়েকজন শ্রমিক জলঢাকা থেকে মাইক্রোবাসে কাজের উদ্দেশ্য বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে তাদের মাইক্রোবাসটি জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার দক্ষিণ সোনা কুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও চারজন। 

ওসি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ এখনো কাজ করছে। মৃতদের লাশ থানায় আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত