কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় রেলগেটে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাহবুর রহমান (৪৫)। গতকাল শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুর রহমানের বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অটোরিকশা চালক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তকিপল বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মাহবুর পেশায় অটোরিকশাচালক। গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি অটোরিকশা নিয়ে তকিপল বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ৪৬২ নম্বর বুড়িমারীগামী ট্রেনের সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে মাহবুরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত পৌনে ১১টার দিকে সেখানে মারা যান মাহবুর রহমান।
কাউনিয়া রেল স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার রেলগেটে একজন গেটম্যান রয়েছেন। ওই গেটম্যান সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা ডিউটি করেন। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত তকিপল বাজার রেলগেটটি অরক্ষিত থাকে। গতকাল সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় বুড়িমারীগামী ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, ঘটনাস্থল যেহেতু রেলওয়ে এলাকায়, সেহেতু এ ব্যাপারে রেলওয়ে থানা–পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
রংপুরের কাউনিয়ায় রেলগেটে ট্রেন ও অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাহবুর রহমান (৪৫)। গতকাল শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুর রহমানের বাড়ি উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অটোরিকশা চালক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তকিপল বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মাহবুর পেশায় অটোরিকশাচালক। গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি অটোরিকশা নিয়ে তকিপল বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় ৪৬২ নম্বর বুড়িমারীগামী ট্রেনের সঙ্গে তাঁর অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে মাহবুরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত পৌনে ১১টার দিকে সেখানে মারা যান মাহবুর রহমান।
কাউনিয়া রেল স্টেশন মাস্টার হোসনে মোবারক জানান, তকিপল বাজার রেলগেটে একজন গেটম্যান রয়েছেন। ওই গেটম্যান সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টা ডিউটি করেন। সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত তকিপল বাজার রেলগেটটি অরক্ষিত থাকে। গতকাল সন্ধ্যায় রেললাইন পার হওয়ার সময় বুড়িমারীগামী ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, ঘটনাস্থল যেহেতু রেলওয়ে এলাকায়, সেহেতু এ ব্যাপারে রেলওয়ে থানা–পুলিশ আইনি ব্যবস্থা নেবে।
গত বছরের ৫ আগস্ট রাতে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দোকান ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বরগুনার দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ এই আদেশ দেন।
১৪ মিনিট আগেপাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত মধ্য রাতে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন
৪১ মিনিট আগেআইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। এই স্থগিত দল হওয়া মানে তাদের সব কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না।
১ ঘণ্টা আগেগাজীপুরে কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কার করতে নেমে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী অসুস্থ হয়ে পড়েছেন। আরেক নারী এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার খিড়াটি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিখোঁজ নারীকে উদ্ধারে ঘটনাস্থলে যান কাপাসিয়া ফায়ার সার্ভিসের
১ ঘণ্টা আগে