প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শামছুর রহমান (৫০)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শিংগমারী গ্রামের তাজিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ নামের একটি নৈশ কোচ তারাগঞ্জ উপজেলার আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউটে সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই দিনাজপুরগামী হিমাচল নামের একটি নৈশ কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মোকছেদুল, আবেদা বেগম, দিনাজপুর জেলার খানসামা উপজেলার দম্পতি রাজু মিয়া, ছাবিনা বেগম, পার্বতীপুর উপজেলার লাবু, লাবিব, কবিরুল ইসলাম, আমিনা বেগম, আল-আমিন, মাজেদা বেগম, নুরুনবী, বীরগঞ্জ উপজেলার দেলওয়ার হোসেন, ময়মনসিংহ জেলার লিটন রহমান ও হানিফ এন্টারপ্রাইজ নৈশকোচের সুপারভাইজার মিজানুর রহমান।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনির্বাণ মল্লিক বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭তম ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে।
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ সময় মহাসড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শামছুর রহমান (৫০)। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শিংগমারী গ্রামের তাজিরুল ইসলামের ছেলে। তিনি ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ নামের একটি নৈশ কোচ তারাগঞ্জ উপজেলার আনজিরন নেছা কৃষি ইনস্টিটিউটে সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই দিনাজপুরগামী হিমাচল নামের একটি নৈশ কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আহত ৩৫ জনের মধ্যে ২৫ জনকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তারাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মোকছেদুল, আবেদা বেগম, দিনাজপুর জেলার খানসামা উপজেলার দম্পতি রাজু মিয়া, ছাবিনা বেগম, পার্বতীপুর উপজেলার লাবু, লাবিব, কবিরুল ইসলাম, আমিনা বেগম, আল-আমিন, মাজেদা বেগম, নুরুনবী, বীরগঞ্জ উপজেলার দেলওয়ার হোসেন, ময়মনসিংহ জেলার লিটন রহমান ও হানিফ এন্টারপ্রাইজ নৈশকোচের সুপারভাইজার মিজানুর রহমান।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অনির্বাণ মল্লিক বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭তম ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরানোর জন্য ফায়ার সার্ভিস কাজ করছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আকরাম হোসেন (৩৬) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মামারিশপুর গ্রামে একটি সবজিখেতে লাশটি পাওয়া যায়।
১ মিনিট আগেচট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘির পূর্বপাড় চিপবাড়ী সড়কের মাথায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেলক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদীতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছেন প্রবাসীর স্ত্রী (৩২)। তাঁর আট বছরের একটি মেয়ে রয়েছে। সেই মেয়েকে নিয়ে স্বামীর ঘরে মা-মেয়ে বসবাস করত। মেয়ের বাবা মালয়েশিয়াপ্রবাসী। মায়ের মৃত্যুর পর আট বছরের মেয়েটির ঠাঁই হয়েছে নানার বাড়িতে।
১৯ মিনিট আগেগাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা–পুলিশ।
২৭ মিনিট আগে