Ajker Patrika

পরিমাপে কম দেওয়ায় পেট্রলপাম্পকে লাখ টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২১: ৪১
পরিমাপে কম দেওয়ায় পেট্রলপাম্পকে লাখ টাকা জরিমানা

রংপুরের গঙ্গাচড়ায় শাহ আলম নামে একটি পেট্রলপাম্পকে পরিমাপে তেল কম দেওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। আজ বুধবার উপজেলার আনুর বাজারে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা। 

এ সময় ডিজেল ইউনিট প্রতি ১০ লিটারে ৬০ মিলি কম দেওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা এবং পেট্রল, ডিজেল ও অকটেন স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিজেল ডিসপেনসিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধসহ বাংলায় লেখা মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 
 
অভিযানে রংপুর বিএসটিআইয়ের পরিদর্শক (মেটেরোলজি) আলমাস মিয়া, ফিল্ড অফিসার (সিএম) খন্দকার জামিনুর রহমান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত