Ajker Patrika

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য, পতিত আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক প্রতিমন্ত্রী জাকিরের চাচাতো ভাই। তাঁর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রার্থীদের কাছে টাকা নেওয়াসহ বিভিন্ন তদবির বাণিজ্যের নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, রাশেদুল ইসলাম রাশেদকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত