Ajker Patrika

হিলিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৯টি খড়ের পালা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
হিলিতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৯টি খড়ের পালা

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একযোগে ৯টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাতে প্রায় ৯০ হাজার টাকার খড় পুড়ে গেছে।

আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামের জহুরুল ইসলামের এক বিঘা জমির খড়, মজিদের এক বিঘার খড়, আসমানের ১৬ বিঘা জমির খড়, আলীমের এক বিঘার খড়, আনোয়ারের দুই বিঘার খড়, আব্দুল খালেকের এক বিঘার খড় ও মানিকের এক বিঘা জমির খড় পুড়ে গেছে। এ ছাড়া আরও কয়েকজনের খড়ের পালা পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন বলেন, ‘রাত ১০টার দিকে আমার মেয়ে জানালা দিয়ে দেখতে পায় পাশের বাড়ির খলায় খড়ের পালায় আগুন জ্বলছে। পরে আমরা বের হয়ে চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দিলে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান বলেন, নাশকতার জন্যই দুষ্কৃতকারীরা উপজেলার রিকাবী গ্রামের ৯টি খড়ের পালায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা খড়ের পালায় আগুন দিয়েছে এমন সংবাদে ফায়ার সার্ভিসসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতামূলকভাবেই আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত