বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একযোগে ৯টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাতে প্রায় ৯০ হাজার টাকার খড় পুড়ে গেছে।
আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামের জহুরুল ইসলামের এক বিঘা জমির খড়, মজিদের এক বিঘার খড়, আসমানের ১৬ বিঘা জমির খড়, আলীমের এক বিঘার খড়, আনোয়ারের দুই বিঘার খড়, আব্দুল খালেকের এক বিঘার খড় ও মানিকের এক বিঘা জমির খড় পুড়ে গেছে। এ ছাড়া আরও কয়েকজনের খড়ের পালা পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন বলেন, ‘রাত ১০টার দিকে আমার মেয়ে জানালা দিয়ে দেখতে পায় পাশের বাড়ির খলায় খড়ের পালায় আগুন জ্বলছে। পরে আমরা বের হয়ে চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দিলে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান বলেন, নাশকতার জন্যই দুষ্কৃতকারীরা উপজেলার রিকাবী গ্রামের ৯টি খড়ের পালায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা খড়ের পালায় আগুন দিয়েছে এমন সংবাদে ফায়ার সার্ভিসসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতামূলকভাবেই আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
দিনাজপুরের হাকিমপুরের হিলিতে একযোগে ৯টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামে এই ঘটনা ঘটে। একসঙ্গে আগুন লাগিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাতে প্রায় ৯০ হাজার টাকার খড় পুড়ে গেছে।
আলীহাট ইউনিয়নের রিকাবী গ্রামের জহুরুল ইসলামের এক বিঘা জমির খড়, মজিদের এক বিঘার খড়, আসমানের ১৬ বিঘা জমির খড়, আলীমের এক বিঘার খড়, আনোয়ারের দুই বিঘার খড়, আব্দুল খালেকের এক বিঘার খড় ও মানিকের এক বিঘা জমির খড় পুড়ে গেছে। এ ছাড়া আরও কয়েকজনের খড়ের পালা পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী রোজিনা খাতুন বলেন, ‘রাত ১০টার দিকে আমার মেয়ে জানালা দিয়ে দেখতে পায় পাশের বাড়ির খলায় খড়ের পালায় আগুন জ্বলছে। পরে আমরা বের হয়ে চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর দিলে হাকিমপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
হাকিমপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান বলেন, নাশকতার জন্যই দুষ্কৃতকারীরা উপজেলার রিকাবী গ্রামের ৯টি খড়ের পালায় একযোগে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। হাকিমপুরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্বৃত্তরা খড়ের পালায় আগুন দিয়েছে এমন সংবাদে ফায়ার সার্ভিসসহ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতামূলকভাবেই আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
১৬ মিনিট আগেআজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
৩৫ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
৩৯ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪১ মিনিট আগে