Ajker Patrika

সৈয়দপুরে বিমানের যান্ত্রিক ত্রুটি: হোটেলে ২৬ যাত্রী

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২: ০৩
সৈয়দপুরে বিমানের যান্ত্রিক ত্রুটি: হোটেলে ২৬ যাত্রী

সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে বিজি-৪৯৬ বিমানটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের নির্ধারিত সূচি ছিল। এটি ছিল এয়ারলাইনসের সর্বশেষ বিমান। বাতিলের কারণে বিমানের ৭০ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। পরে রাত ১১টার দিকে ২৬ জন যাত্রীকে সৈয়দপুর শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ। 

ঢাকা শহরের আদাবর এলাকার বাসিন্দা এম এম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্বত্বাধিকারী প্রকৌশলী হাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবির একটি কনস্ট্রাকশনের কাজ করছেন। জরুরি প্রয়োজনে রাতে ঢাকায় ফিরতে বিমানে ওঠেন। বিমানে সব যাত্রী ওঠানোর পর যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা দেওয়া হয়। প্রথমে ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত বিমান কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে এটি ছিল সৈয়দপুর থেকে বিমানের সর্বশেষ ফ্লাইট। তাই যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট বন্যা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আব্দুর রাজ্জাক জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। রাতের বেলায় যাত্রীদের থাকা ও খাওয়ার বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত দিতে অপারগতা প্রদর্শন করলে যাত্রীরা হট্টগোলের সৃষ্টি করেন। পরে রাত ১১টার দিকে সৈয়দপুর শহরে ইকু হেরিটাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকার বন্দোবস্ত করেছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। তিনি আজকের পত্রিকাকে জানান, জরুরি প্রয়োজনে বিমানে যাতায়াত করেন যাত্রীরা। রাতের বেলায় অন্য একটি ফ্লাইট দিয়ে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া সম্ভব ছিল। 

ইকু হেরিটাইজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ রানা আজকের পত্রিকাকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বিমানের ২৬ জন যাত্রীর জন্য বুকিং দিয়েছে। রাত সাড়ে ১১টার দিকে ওই সব যাত্রী কক্ষে উঠেছেন। যাত্রীদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। তিনি জানান, এ ছাড়া বিমানের পাইলটসহ পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। 

এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক হারুন আর রশীদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত