Ajker Patrika

সাদুল্লাপুরে কাজ তদারকির সময় হিট স্ট্রোকে শ্রমিক সর্দারের মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
সাদুল্লাপুরে কাজ তদারকির সময় হিট স্ট্রোকে শ্রমিক সর্দারের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠের পেছনে কাজের তদারকি করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে তিনি মারা যান। 

মৃত জহুরুল ইসলাম (৫৫) উপজেলা সদর জয়েনপুর গ্রামের মকবুল হোসেন খাঁ ওরফে ছোট গেদার ছেলে। তিনি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিনের) উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শ্রমিক সর্দার ছিলেন। 

উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, জহুরুল ওই এলাকায় মাটি কাটার কাজ তদারকি করার সময় তীব্র গরমে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁর সহকর্মীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। 

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুরঞ্জন কুমার জানান, তাঁকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত