তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে জাপার নেতা–কর্মীদের সঙ্গে দলের আরেক নেতা মসিউর রহমান রাঙ্গার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটান ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মোটর মালিক ও শ্রমিকেরা ছাড়াও জাতীয় পার্টির রাঙ্গাপন্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ায় রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকেরা। একই সঙ্গে রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় পদে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ রাঙ্গাপন্থীরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ করেন। পরে মিছিল নিয়ে ফেরার পথে জিএম কাদের বিরোধী বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় দৈনিক দাবানল মোড়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভের ব্যাপারে জাতীয় পার্টির সহসভাপতি ও মোটর মালিক সমিতির নেতা আব্দুল মান্নান বলেন, ‘আমরা আজ জিএম কাদের কুশপুত্তলিকা দাহ করেছি। মসিউর রহমান রাঙ্গা সাহেবকে দলে ফিরিয়ে নিতে হবে। তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁর অব্যাহতি আমরা মানছি না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাঙ্গা সাহেবকে দলে বহাল করতে হবে। নইলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন করা হবে।’
এদিকে বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়া প্রসঙ্গে জানতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে জাপার নেতা–কর্মীদের সঙ্গে দলের আরেক নেতা মসিউর রহমান রাঙ্গার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটান ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে মোটর মালিক ও শ্রমিকেরা ছাড়াও জাতীয় পার্টির রাঙ্গাপন্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা পোড়ায় রাঙ্গাপন্থী মোটর মালিক ও শ্রমিকেরা। একই সঙ্গে রাঙ্গাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় পদে পুনর্বহাল করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তাঁরা।
মিছিলটি প্রেসক্লাব চত্বর হয়ে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষুব্ধ রাঙ্গাপন্থীরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুতুল দাহ করেন। পরে মিছিল নিয়ে ফেরার পথে জিএম কাদের বিরোধী বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় দৈনিক দাবানল মোড়ে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভের ব্যাপারে জাতীয় পার্টির সহসভাপতি ও মোটর মালিক সমিতির নেতা আব্দুল মান্নান বলেন, ‘আমরা আজ জিএম কাদের কুশপুত্তলিকা দাহ করেছি। মসিউর রহমান রাঙ্গা সাহেবকে দলে ফিরিয়ে নিতে হবে। তাঁর প্রতি অবিচার করা হয়েছে। তাঁর অব্যাহতি আমরা মানছি না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রাঙ্গা সাহেবকে দলে বহাল করতে হবে। নইলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন করা হবে।’
এদিকে বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়া প্রসঙ্গে জানতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
২২ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
২৩ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে