Ajker Patrika

পৌর মেয়রের থানা ঘেরাও করার হুমকি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
Thumbnail image

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানার ওসি যদি কারো ইশারায় চলেন তাহলে থানা ঘেরাও করে রাখা হুমকি দয়েছেন পৌর মেয়র এরশাদুল হক এরশাদ। গতকাল সোমবার রাতে উপজেলার হারাগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক জোটের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এই হুমকি দেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্যে হারাগাছ থানার ওসি বলেন, তিনি থানাকে দালাল মুক্ত রাখবেন। থানায় যে কোনো অভিযোগ, জিডি ও মামলা করার জন্য কোনো দালালের প্রয়োজন হবে না। যে কোনো বিষয়ে যে কেউ তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে পারেন, নিতে পারেন পরামর্শও।

থানার ওসির বক্তব্য প্রসঙ্গে পৌর মেয়র এরশাদুল বলেন, ‘অনুষ্ঠানে হারাগাছ থানার ওসি সুন্দর সুন্দর কথা বলছেন। এর আগে হারাগাছ থানায় তিন-চার ওসি চলে গেছেন, কিন্তু তাঁরাও মাদক মুক্ত করতে পারে নাই। আপনি ওসি থানাকে দালাল মুক্ত করার কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি কারো ইশারায়, আপনি (ওসি) যদি এর থেকে ব্যতয় ঘটান তা হলে আমি আপনার থানা ঘেরাও করে রাখব।’ 

পৌর মেয়র এরশাদুল আরও বলেন, ‘এখানকার মানুষের মধ্যে পুলিশের উপর যে ভুল ধারনা রয়েছে। আপনি (ওসি) সেই ভুল ধারনা মানুষের মাঝ থেকে দুর করবেন। পাশাপাশি হারাগাছকে মাদক মুক্ত করবেন। আপনি (ওসি) ভালো কাজ করেন আমি মেয়র আপনার সঙ্গে থাকব।’ 

প্রকাশ্য অনুষ্ঠানে মেয়রের এমন বক্তব্যকে প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল বলছে, হারাগাছ একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এখানকার প্রায় ৮৫ ভাগ মানুষ শ্রমজীবি। আর এলাকার একজন জনপ্রতিনিধি প্রকাশ্যে থানা ঘেরাও রাখার ঘোষণার বক্তব্য উস্কানিমুলক। কারণ গত বছর পুলিশ নির্যাতনে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগে বিক্ষুদ্ধ জনতা থানা ঘেরাও ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছিল।

মেয়রের বক্তব্য প্রসঙ্গে রংপুর মেট্টোপলিটন উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, প্রকাশ্য অনুষ্ঠানে হারাগাছ পৌর মেয়রের এমন বক্তব্য দেওয়া উচিত হয় নাই। তিনি তো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। তাঁর বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত