গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় শারমিন খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে (২৬ জানুয়ারি) উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্রামের এক ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ সময় নিহতের স্বামী সোহাগ মিয়াকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এ ঘটনায় শারমিনের বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যার অভিযোগ করেছেন।
নিহত শারমিন খাতুনের গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী মান্দ্রাইন গ্রামের আউয়াল হোসেনের মেয়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর আগে শারমিন খাতুনের সঙ্গে জয়দেব মধ্যপাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে সোহাগ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুক নিয়ে নববধূর ওপর নির্যাতন অব্যাহত থাকলে শারমিন আদালতে যৌতুকনিরোধ আইনে মামলা করেন। তখন থেকেই শারমিন তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ৬ মাস আগে স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে শারমিনকে তাঁর স্বামীর বাড়িতে নেওয়া হয়। এরপর মামলাটিও প্রত্যাহার করে নেন শারমিন।
শারমিনের বাবা আউয়াল হোসেন অভিযোগ করে বলেন, ‘মামলা প্রত্যাহারের পর যৌতুকের জন্য আবার শারমিনকে তাঁর স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন শুরু করে। শনিবার দিবাগত রাতে আমার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রংপুরের গঙ্গাচড়ায় শারমিন খাতুন (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে (২৬ জানুয়ারি) উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব মধ্যপাড়া গ্রামের এক ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ সময় নিহতের স্বামী সোহাগ মিয়াকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এ ঘটনায় শারমিনের বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যার অভিযোগ করেছেন।
নিহত শারমিন খাতুনের গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেংমারী মান্দ্রাইন গ্রামের আউয়াল হোসেনের মেয়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর আগে শারমিন খাতুনের সঙ্গে জয়দেব মধ্যপাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে সোহাগ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর যৌতুক নিয়ে নববধূর ওপর নির্যাতন অব্যাহত থাকলে শারমিন আদালতে যৌতুকনিরোধ আইনে মামলা করেন। তখন থেকেই শারমিন তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ৬ মাস আগে স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে শারমিনকে তাঁর স্বামীর বাড়িতে নেওয়া হয়। এরপর মামলাটিও প্রত্যাহার করে নেন শারমিন।
শারমিনের বাবা আউয়াল হোসেন অভিযোগ করে বলেন, ‘মামলা প্রত্যাহারের পর যৌতুকের জন্য আবার শারমিনকে তাঁর স্বামী ও পরিবারের লোকজন নির্যাতন শুরু করে। শনিবার দিবাগত রাতে আমার মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল।’
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
২৫ মিনিট আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
৪২ মিনিট আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
৪৩ মিনিট আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৪৪ মিনিট আগে