Ajker Patrika

‘এই জুলুম-নির্যাতনকারী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না’ 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৩
‘এই জুলুম-নির্যাতনকারী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না’ 

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেছেন, ‘এই জুলুম-নির্যাতনকারী আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’ 

আজ শনিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিচিবাড়ি বাজারে বিএনপির পথসভায় তিনি এ কথা বলেন। 

পথসভায় পরিতোষ চক্রবর্তী বর্তমান আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি ১৪ ও ১৮ সালের মতো জাতীয় নির্বাচন করতে চান তাহলে এ দেশের জনগণ তা করতে দেবে না। আমরাও কখনই অগণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করতে দেব না। দিনের ভোট রাতে হবে, এটাও আর কখনো হতে দেব না।’ 

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ দাবি করে পরিতোষ চক্রবর্তী বলেন, আওয়ামী লীগ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ওই পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান মনির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত