Ajker Patrika

কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর

রংপুরের কাউনিয়ায় আগুনে পুড়েছে ৯টি ঘর। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দভুতছাড়া বটেরতল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ২টার দিকে কৃষক আব্দুল মালেকের রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন এবং কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কৃষক আব্দুল মালেক ও তাঁর তিন ছেলের ৯টি ঘর, ধান, চাল, গবাদিপশু, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক বলেন, ‘আগুনের তাপে গভীর রাতে ঘুম ভেঙে দেখি ঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ছেলে ও নাতি-নাতনিদের ডাকতে থাকি। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন জ্বলে ওঠে।’

ক্ষতিগ্রস্ত মফিজুল ইসলাম বলেন, ‘গায়ে এক কাপড়ে জীবন বাঁচাতে পারলেও কোনো কিছুই রক্ষা করতে পারি নাই। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। খাব তারও কোনো উপায় নেই।’

কাউনিয়া সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল বাতেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, রাতেই তিনি অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছেন। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ঢেউটিন, কম্বল ও খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত