Ajker Patrika

কুড়িগ্রামে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৩: ৪২
Thumbnail image

কুড়িগ্রামের রাজারহাটে পিকআপের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের মিলেরপাড় বাজারের কাছে রাজারহাট-নাজিমখান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম (২৮) ও সেলিনা বেগম (৩৫)। নিহত সিরাজুল উলিপুর উপজেলার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে এবং সেলিনা বেগম রাজারহাট উপজেলার রাঘব ঝাড়িঝাড় গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

আহত ব্যক্তিরা হলেন গোলজার হোসেন (৫০), আমিনুল ইসলাম (৪০), হাবিবুর রহমান (৪০) ও সিনহা (৯)। এর মধ্যে সিনহা রাজারহাট উপজেলার বাসিন্দা। অপর তিনজন উলিপুরের বাসিন্দা। আহতদের মধ্যে অটোচালকও রয়েছেন। তবে তাঁর নাম তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তাতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর যাত্রীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সেলিনা বেগম মারা যান।

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পিকআপ ও অটোরিকশা থানায় নিয়ে এসেছে। পিকআপের চালক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত