রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে চায়নিজ কুড়াল দিয়ে শিশু হত্যার ঘটনায় মূল আসামি বিটুল মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুলকে গ্রেপ্তার করা হয়। বিটুল ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
বিষযটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের বড়দহ বটতলা এলাকায় গরুর ঘাস আনতে যায়। এ সময় বিটুল মিয়া সেখানে বেলালের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে বেলাল হোসেনের মাথায় কোপ দেন বিটুল। এ দেখে বেলালের দুই বন্ধু চিৎকার করলে বিটুল পালিয়ে যান এবং এলাকাবাসী এগিয়ে এসে বেলালকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলালের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় শিশুর বাবা মোখলেছার রহমান ওই দিন রাতেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এরপর তাঁদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। ভোররাত ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুল, তাঁর নানা-নানি, দুই মামাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি ফারুক বলেন, চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যার ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। রাতেই মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রংপুরের পীরগঞ্জে চায়নিজ কুড়াল দিয়ে শিশু হত্যার ঘটনায় মূল আসামি বিটুল মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুলকে গ্রেপ্তার করা হয়। বিটুল ভেন্ডাবাড়ী ইউনিয়নের রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
বিষযটি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের বড়দহ বটতলা এলাকায় গরুর ঘাস আনতে যায়। এ সময় বিটুল মিয়া সেখানে বেলালের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন। তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে একপর্যায়ে চায়নিজ কুড়াল দিয়ে বেলাল হোসেনের মাথায় কোপ দেন বিটুল। এ দেখে বেলালের দুই বন্ধু চিৎকার করলে বিটুল পালিয়ে যান এবং এলাকাবাসী এগিয়ে এসে বেলালকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বেলালের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় শিশুর বাবা মোখলেছার রহমান ওই দিন রাতেই বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এরপর তাঁদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। ভোররাত ৩টার দিকে পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে বিটুল, তাঁর নানা-নানি, দুই মামাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি ফারুক বলেন, চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যার ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। রাতেই মূল আসামিসহ ছয়জনকে গ্রেপ্তারসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্যাকিং হাউস, কুলিং সেন্টার, সার্টিফিকেশন ল্যাব ও হিমাগার স্থাপন ছাড়াই চালু হচ্ছে কার্গো ফ্লাইট। আজ রোববার সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স’ উদ্বোধনের পরই উন্নত বিশ্বে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।
২ মিনিট আগেবিরূপ আবহাওয়ার কারণে লিচুর রাজধানীখ্যাত পাবনার ঈশ্বরদীতে এবার ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে রসাল লিচুর স্বাদ নেওয়ার সুযোগ এবার কম হতে পারে। চাষিরা বলছেন, কোনো কোনো এলাকায় অর্ধেকের বেশি গাছে মুকুল আসেনি।
৭ মিনিট আগেসিরাজগঞ্জে মহাসড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে বাস-ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দেখা গেছে, রীতিমতো সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশার দখলদারত্ব।
১ ঘণ্টা আগেসাতক্ষীরার উপকূলীয় এলাকায় নদীতে চিংড়ির পোনা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন অর্ধলক্ষাধিক মানুষ। আয়-রোজগার খুব কম হলেও বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় এ পেশাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তাঁরা।
১ ঘণ্টা আগে