প্রতিনিধি
রংপুর: প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে রংপুরে এসে বিপাকে পড়েছেন প্রীতি পণ্ডিত (১৭) নামে এক ভারতীয় কিশোরী। এ ঘটনায় প্রেমিক মিলন (২৪) ও তাঁর সহযোগী হাবিবুর রহমানকে (২৪) মানবপাচার আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই দুজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
এর আগে গত শনিবার (২৬ জুন) মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে রংপুর কোতোয়ালি থানা-পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পণ্ডিতের মেয়ে প্রীতি পণ্ডিতের (১৭) সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন প্রীতি। গত কয়েক দিন ধরে সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিলেন প্রীতি। তাঁর অবস্থানের খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান তাঁরা। পরে মিলন ও তার এক সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৪) পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রীতি পণ্ডিতকে উদ্ধার করে সেফ হোমে নেওয়া হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানবপাচার আইনে মিলন, হাবিবুর এবং ভারতীয় তরুণীকে আশ্রয়দাতা লতিফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। মিলন ও হাবিবুরকে গ্রেপ্তার করা হলেও লতিফুল পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
রংপুর: প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে রংপুরে এসে বিপাকে পড়েছেন প্রীতি পণ্ডিত (১৭) নামে এক ভারতীয় কিশোরী। এ ঘটনায় প্রেমিক মিলন (২৪) ও তাঁর সহযোগী হাবিবুর রহমানকে (২৪) মানবপাচার আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই দুজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
এর আগে গত শনিবার (২৬ জুন) মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে রংপুর কোতোয়ালি থানা-পুলিশ।
রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পণ্ডিতের মেয়ে প্রীতি পণ্ডিতের (১৭) সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন প্রীতি। গত কয়েক দিন ধরে সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিলেন প্রীতি। তাঁর অবস্থানের খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান তাঁরা। পরে মিলন ও তার এক সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৪) পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রীতি পণ্ডিতকে উদ্ধার করে সেফ হোমে নেওয়া হয়।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানবপাচার আইনে মিলন, হাবিবুর এবং ভারতীয় তরুণীকে আশ্রয়দাতা লতিফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। মিলন ও হাবিবুরকে গ্রেপ্তার করা হলেও লতিফুল পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
২২ বছর হয়ে গেল। একটা সড়ক অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে সংস্কারবিহীন। এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টি হলে তো কথাই নেই। কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীধরখিলা এলাকার খাইরুলের বাড়ি থেকে জালু মোড়লের বাড়ি পর্যন্ত সড়কটির এ অবস্থা।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনের ব্যক্তিগত কার্যালয় থেকে যুবলীগের নেতা জাহেদ খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বন্দরের মদনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেজাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিনিয়র কনসালট্যান্ট রুহুল আমিনের বিরুদ্ধে আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর থানায় অভিযোগ দিয়েছেন এক নারী। এতে তিনি অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্লীলতাহানি করেছেন ওই চিকিৎসক। রুহুল আমিন সেখানে একটি ক্লিনিকে সপ্তাহে দুই দিন রোগী দেখেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করেছেন। আজ বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়।
১ ঘণ্টা আগে