Ajker Patrika

রংপুরে লিফটের গর্তে পড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ১৮
রংপুরে লিফটের গর্তে পড়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের ছেলের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানুর ছেলে মাহদিন সরকার তানাম (৮) লিফটের গর্তে পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রংপুর মহানগরীর চকবাজার এলাকায় ক্রিয়েটিভ কোচিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোনায়েম সরকারের স্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। এই সুবাদে মানু বিশ্ববিদ্যালয়ের পূর্বে সর্দারপাড়ায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করেন। শুক্রবার তারা ওই বাসা ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে আশরতপুরের চকবাজারের নতুন আটতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া নিয়ে ওঠেন। 

শুক্রবার সন্ধ্যায় মাহদিন (৮) বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১১টার দিকে ওই বাসার লিফটের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, বাসাটিতে লিফটের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হলেও লিফট লাগানো হয়নি। তবে লিফটের সিঁড়ি রুমের দরজা প্রতিটি তলায় ইট দিয়ে উঁচু করে গাঁথা ছিল। আর লিফটের ওই গর্তে পানি ছিল। সম্ভবত দ্বিতীয় তলা থেকে লিফটের ওই উঁচু প্রাচীর দিয়ে নিচে দেখার সময় মাহদিন গর্তের পানিতে পড়ে মারা যায়। সে রংপুর মহানগরীর একটি বিদ্যালয়ে এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয়েছিল। 

আজ শনিবার বাদ জোহর পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চককরিমপুর গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত