ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা মোটরসাইকেলে করে লালমনিরহাট আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন।
নিহত জাহিনুর উপজেলা সদর ইউনিয়নের ছোটপুল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত দিনাজপুরের বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী নিহতের চাচাতো ভাই। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আজ সকালে মামলায় সাক্ষ্য দিতে চাচাতো ভাই জাহিনুরকে সঙ্গে নিয়ে লালমনিরহাট আদালতের উদ্দেশ্য রওনা দেন এসআই আলী। পথে উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় জাহিনুরের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিনুর ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁরা মোটরসাইকেলে করে লালমনিরহাট আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন।
নিহত জাহিনুর উপজেলা সদর ইউনিয়নের ছোটপুল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত দিনাজপুরের বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী নিহতের চাচাতো ভাই। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আজ সকালে মামলায় সাক্ষ্য দিতে চাচাতো ভাই জাহিনুরকে সঙ্গে নিয়ে লালমনিরহাট আদালতের উদ্দেশ্য রওনা দেন এসআই আলী। পথে উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টায় জাহিনুরের মৃত্যু হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় আজকের পত্রিকাকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিনুর ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
দিনাজপুরের নবাবগঞ্জে ডোবায় পড়ে সিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভাদুরিয়ার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা ঐ গ্রামের সুজন মিয়ার মেয়ে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী।
৭ মিনিট আগেইলিয়াস উদ্দিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক হিসেবে
৮ মিনিট আগেসাইকেল চুরির বিষয়ে অভিযোগ দিতে গিয়ে রেজিস্ট্রারের কাছে দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হয়েছেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ তুলেছেন। গত সোমবার দুপুরে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
১০ মিনিট আগেমো. তানভীর সালেহীন ইমনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১২/০২/২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রাজশাহী রেঞ্জ-এর কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
৩৩ মিনিট আগে