Ajker Patrika

সৈয়দপুরে সানশেড থেকে পড়ে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে সানশেড থেকে পড়ে শিশুর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে ক্রিকেট বল আনতে গিয়ে সানশেড থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের সাহেবপাড়া গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সামির হোসেন (১০)। সে শহরের মিস্ত্রিপাড়া এলাকার মো. নাদিমের ছেলে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামির ওই সময় বন্ধুদের সঙ্গে এলাকার স্কুল মাঠে ক্রিকেট খেলছিল। ব্যাট করার সময় বলটি পাশের একটি পুরোনো বাড়ির সানশেড আটকে যায়। বল আনতে গিয়ে সানশেডে ওঠে সামির। এ সময় ওখানে থাকা বাড়তি সিমেন্ট ধসে হাত ফসকে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। নিহত শিশু ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত