কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহজাহান আলী (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান আলী উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত খাজিয়ার রহমানের ছেলে।
বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া জানান, ওই ব্যক্তি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে।
নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ।
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তার শাখা মানস নদী থেকে শাহজাহান আলী (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শাহজাহান আলী উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত খাজিয়ার রহমানের ছেলে।
বালাপাড়া ইউনিয়ন বিট ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া জানান, ওই ব্যক্তি বুধবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যায় আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন তিস্তার মানস নদীতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত করে।
নিহতের স্ত্রী ফোলেরা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। প্রতিদিনের মতো আজ বুধবার ভোরে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় খবর পাই নদীতে পড়ে মারা গেছেন। মানস নদীর উত্তর প্রান্তে আত্মীয়ের বাড়ি আছে। হয়তো নদীর ওই পাড়ে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কাঠের সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ।
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
৩০ মিনিট আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
৩১ মিনিট আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
৪১ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নাহিদের (৭) লাশ উদ্ধার করা হয়েছে।
৪৪ মিনিট আগে