Ajker Patrika

হাতীবান্ধায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)
হাতীবান্ধায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় নাজমুস সাকিব (২৬) নামের এক নব্য জেএমবির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত সোমবার রাতে ঢাকার খিলগাঁও এলাকায় অ্যান্টি টেররিজম ইউনিট ও হাতীবান্ধা থানা–পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত সাকিব উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। তাঁর নামে হাতীবান্ধা থানায় দুটি মামলা আছে এবং সেই মামলার পলাতক আসামি তিনি। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, নব্য জেএমবির সদস্য সাকিবের নামে পুলিশ সদস্যকে আহত ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দুটি মামলা রয়েছে হাতীবান্ধা থানায়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এবং সেই মামলার পলাতক আসামি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত