Ajker Patrika

কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৫: ০৯
Thumbnail image

রংপুরের কাউনিয়ায় ট্রেনের ধাক্কায় সিয়াম হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুর্শা ইউনিয়নের শিবু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত সিয়াম একই ইউনিয়নের শিবু দৈইটারী গ্রামের আ. ছাত্তারের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালমনিরহাট রেলওয়ে গোয়েন্দা পুলিশ (এসআই) নজরুল ইসলাম জানান, ওই তরুণ গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবু এলাকায় রেললাইনের ধারে বাইসাইকেল রেখে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কাউনিয়া থেকে ছেড়ে আসা বোনারপাড়াগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই তরুণ রেললাইনের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনাটি বোনারপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট থানা ব্যবস্থা নেবে। 
 
এদিকে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত