Ajker Patrika

দুদিন বাদেই রসিক নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় উৎসবের আমেজ

মারুফ কিবরিয়া, রংপুর থেকে
দুদিন বাদেই রসিক নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় উৎসবের আমেজ

সকাল নয়টা। রংপুর শহরের ধাপ রোড। সুনসান সড়ক ও অলিগলি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশায় বাজতে শুরু করে নির্বাচনী প্রচারের গান। দুদিন পর আগামী মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচন। আজ রোববার রাত ১২টার আগে শেষ হচ্ছে প্রচার। তাই নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোট চাইতে। মেয়র, কাউন্সিলর সবাই নেমেছেন প্রচারে। শেষ মুহূর্তে রংপুর নগরীতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। 

বেলা ১২টার দিকে ভোটের প্রচারে নামেন রংপুর সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর পুষ্টি গলি, জীবন বিমা মোড়, রণচণ্ডী জুম্মা পাড়া, মুচির মোড়, হাঁড়ি পট্টি, জাহাজ কোম্পানিসহ একাধিক জায়গায় গণসংযোগ করেন তিনি। এ সময় মোস্তফা বলেন, ‘ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। রংপুরে একটি উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেবেন। লাঙল প্রতীক জয়ী হলে রংপুরের উন্নয়ন অব্যাহত থাকবে।’ 

অপর দিকে নগরীর কুকরুল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রচারে নেমে তিনি বলেন, ‘আমি জয়ের ব্যাপারে ষোলো আনা নিশ্চিত। জনগণ বিপুল উদ্দীপনায় ২৭ তারিখে ভোট দিতে প্রস্তুত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত