বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার যুবক সুলতান আলী (২৪)। হাসপাতালের আইসিইউতে সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাবা। অবশেষে দুশ্চিন্তা কেটেছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে সুলতান আলীর মরদেহ বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ী গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. মিঠু। তিনি পেশায় কৃষক।
সুলতান আলীর বাবা মিঠু আজকের পত্রিকাকে জানান, ঋণের টাকার কিস্তি এবং ছেলের মরদেহ দেশে ফেরানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। দুই দেশের যাবতীয় প্রক্রিয়া শেষে আজ সকালে ছেলের মরদেহ গ্রামের বাড়িতে এসেছে। বেলায় ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সুলতানকে। দ্রুত ছেলের মরদেহ ফিরিয়ে দেওয়ায় দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে সরকারি ভিসায় ছয় মাস আগে ছেলেকে ওমান পাঠান মো. মিঠু। কাজ শিখে না যাওয়ার কারণে শুরুতে বেকার ছিলেন। দুই মাস আগে কাজে যোগ দেন।
গত ২৭ আগস্ট প্রচণ্ড গরমে কাজের ফাঁকে কোমল পানীয় কিনতে ইবরি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় প্রাইভেটকারের ধাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পান। এরপর থেকে আইসিইউতে ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, ‘সুলতানের মরদেহ ফেরাতে যাবতীয় সহযোগিতা করা হয়েছে। তা ছাড়া পরিবারটি ঋণগ্রস্ত। সরকারিভাবে সহযোগিতা জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার যুবক সুলতান আলী (২৪)। হাসপাতালের আইসিইউতে সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাঁর মৃত্যু হয়। এরপর থেকে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাবা। অবশেষে দুশ্চিন্তা কেটেছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে সুলতান আলীর মরদেহ বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ী গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. মিঠু। তিনি পেশায় কৃষক।
সুলতান আলীর বাবা মিঠু আজকের পত্রিকাকে জানান, ঋণের টাকার কিস্তি এবং ছেলের মরদেহ দেশে ফেরানো নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। দুই দেশের যাবতীয় প্রক্রিয়া শেষে আজ সকালে ছেলের মরদেহ গ্রামের বাড়িতে এসেছে। বেলায় ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সুলতানকে। দ্রুত ছেলের মরদেহ ফিরিয়ে দেওয়ায় দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ নিয়ে সরকারি ভিসায় ছয় মাস আগে ছেলেকে ওমান পাঠান মো. মিঠু। কাজ শিখে না যাওয়ার কারণে শুরুতে বেকার ছিলেন। দুই মাস আগে কাজে যোগ দেন।
গত ২৭ আগস্ট প্রচণ্ড গরমে কাজের ফাঁকে কোমল পানীয় কিনতে ইবরি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় প্রাইভেটকারের ধাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পান। এরপর থেকে আইসিইউতে ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, ‘সুলতানের মরদেহ ফেরাতে যাবতীয় সহযোগিতা করা হয়েছে। তা ছাড়া পরিবারটি ঋণগ্রস্ত। সরকারিভাবে সহযোগিতা জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বাঁশকুড়ি গ্রামে মা-বাবা হত্যার মর্মান্তিক ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার পর থেকে ঘাতক ছেলে রিয়াদ হোসেন রাজুর ৯ মাসের শিশুকন্যা সিদরাতুল মুনতাহা রাইসা ও তার মা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
১০ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ ‘দাঁড়িপাল্লায় নীরবে ভোট দিয়ে’ এক নীরব বিপ্লব ঘটাবে। সম্প্রতি চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেই ইঙ্গিতই দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
১২ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে জমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। জেলার সর্বত্র এখন বিএনপি ও জামায়াতের প্রার্থীদের প্রচার, গণসংযোগ ও উঠান বৈঠক চলছে। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিভক্ত নেতৃত্ব ও একাধিক প্রার্থীর কারণে মাঠে তাদের অবস্থান দুর্বল।
৫ ঘণ্টা আগেহঠাৎ অস্থির হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আলাদা ইস্যু ঘিরে অস্থিরতা বিরাজ করছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। শঙ্কা দেখা দিচ্ছে সেশনজটসহ নানা সংকটের।
৫ ঘণ্টা আগে