গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গতকাল সোমবার গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে এ মামলা করা হয়।
মামলার বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু। তিনি উপজেলার কোলকোন্দ আলে কিশামত মাঝাপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গার ছেলে জিতু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবলীগ নেতা আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ১৪ দলীয় মহাজোটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। বিগত সরকারের ১৫ বছর সময়ে এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডসহ রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দান, বাক্স্বাধীনতা খর্ব, দলীয় কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের মিথ্যা মামলা দায়ের করে হয়রানিসহ প্রকাশ্যে জীবন নাশের হুমকি এবং নানাভাবে দমন-পীড়নমূলক অন্যায় অত্যাচার করেছে। এ অবস্থায় গত ১৯ জুলাই ডাকবাংলো সংলগ্ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় আসামিরাসহ প্রায় ২৫০-২৬০ হামলা চালায় এবং লুটপাট ছিনতাই করে।
এদিকে এই মামলার প্রতিবাদ জানিয়ে রংপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মাদ মাজহারুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেন, ৮ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙা মামলা হয়েছে অথচ আমরা কিছুই জানলাম না। দোষী মানুষকে বাদ দিয়ে কিছু নির্দোষ মানুষকে আসামি করা হলো কেন সেটাও বুঝলাম না সেদিনের ভিডিও ফুটেজ দেখে আসামি করা হলো না কেন?
এ বিষয়ে মামলার বাদী আব্দুল্লাহ আল বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি নিয়ে আমি নিজেও চিন্তিত। আমি চাই না কেন নিরপরাধ মানুষ বিনা কারণে মামলায় পরে হয়রানির শিকার হোক। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা সময় হলে সবাই বুঝতে পারবে।’
রংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গতকাল সোমবার গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে এ মামলা করা হয়।
মামলার বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু। তিনি উপজেলার কোলকোন্দ আলে কিশামত মাঝাপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গার ছেলে জিতু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবলীগ নেতা আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ১৪ দলীয় মহাজোটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। বিগত সরকারের ১৫ বছর সময়ে এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডসহ রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দান, বাক্স্বাধীনতা খর্ব, দলীয় কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের মিথ্যা মামলা দায়ের করে হয়রানিসহ প্রকাশ্যে জীবন নাশের হুমকি এবং নানাভাবে দমন-পীড়নমূলক অন্যায় অত্যাচার করেছে। এ অবস্থায় গত ১৯ জুলাই ডাকবাংলো সংলগ্ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় আসামিরাসহ প্রায় ২৫০-২৬০ হামলা চালায় এবং লুটপাট ছিনতাই করে।
এদিকে এই মামলার প্রতিবাদ জানিয়ে রংপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক গাজী মোহাম্মাদ মাজহারুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেন, ৮ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙা মামলা হয়েছে অথচ আমরা কিছুই জানলাম না। দোষী মানুষকে বাদ দিয়ে কিছু নির্দোষ মানুষকে আসামি করা হলো কেন সেটাও বুঝলাম না সেদিনের ভিডিও ফুটেজ দেখে আসামি করা হলো না কেন?
এ বিষয়ে মামলার বাদী আব্দুল্লাহ আল বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি নিয়ে আমি নিজেও চিন্তিত। আমি চাই না কেন নিরপরাধ মানুষ বিনা কারণে মামলায় পরে হয়রানির শিকার হোক। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা সময় হলে সবাই বুঝতে পারবে।’
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৪ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩০ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
৩৭ মিনিট আগে