Ajker Patrika

গুনে গুনে ঘুষ নেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
গুনে গুনে ঘুষ নেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

রংপুরের বদরগঞ্জের আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগের কথা বলে ঘুষ নেওয়ার ঘটনায় সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিদ্যালয় গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ১২ জন শিক্ষক, ছয়জন অভিযোগকারী এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের লিখিত বক্তব্য গ্রহণ করেন। তবে ওই দিন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মমিনসহ কমিটির সদস্যরা কেউ উপস্থিত হননি।

শহীদুল ইসলাম বলেন, তদন্তে সভাপতি, অভিভাবক সদস্য ও তিনজন অভিযোগকারী অনুপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায়ের বিরুদ্ধে পাঁচ দিন আগে ঘুষ নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গতকাল সোমবার আজকের পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত