দিনাজপুর প্রতিনিধি
নিখোঁজের ১২ ঘণ্টা পর দিনাজপুরের বোচাগঞ্জে ধানখেত থেকে এক পুরোহিতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুরোহিতের নাম গণেশ ভূট্টাচার্য। তিনি ওই এলাকার দীনেশ ভূট্টাচার্যের ছেলে। নিহতের কপাল, হাত, পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ তাকে হত্যা করে রেখে পালিয়ে গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গণেশ ভূট্টাচার্য (২৫) গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে অন্য দিনের মতো পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হয়। গভীর রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি শুরু করেন। সারা রাত তারা খুঁজলেও গণেশকে পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেতে গণেশের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, ‘লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’
নিখোঁজের ১২ ঘণ্টা পর দিনাজপুরের বোচাগঞ্জে ধানখেত থেকে এক পুরোহিতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের উপরপড়ি বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পুরোহিতের নাম গণেশ ভূট্টাচার্য। তিনি ওই এলাকার দীনেশ ভূট্টাচার্যের ছেলে। নিহতের কপাল, হাত, পাসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এলাকাবাসীর ধারণা, কেউ তাকে হত্যা করে রেখে পালিয়ে গেছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল হুদা, এএসপি (কাহারোল সার্কেল) মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গণেশ ভূট্টাচার্য (২৫) গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে অন্য দিনের মতো পার্শ্ববর্তী বাজারের উদ্দেশ্যে বের হয়। গভীর রাত পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজা-খুঁজি শুরু করেন। সারা রাত তারা খুঁজলেও গণেশকে পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে এলাকাবাসী মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেতে গণেশের লাশ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরে পুলিশকে খবর দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জানান, ‘লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৪০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
২ ঘণ্টা আগে