রংপুর (কাউনিয়া) প্রতিনিধি
বাংলাদেশকে উন্নয়নে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা সরকার যত দিন থাকবে, দেশের মানুষ তত দিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। নৌকা বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক।
আজ শনিবার রংপুরের কাউনিয়ায় উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা নয়াটারী গ্রামে নিহত আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার পরিবারকে সমবেদনা জানাতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নের পরিবর্তে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। বিগত সরকারগুলোর আমলে দেশে এত উন্নয়ন হয়নি। এলাকা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মানুষ নৌকার বিজয় নিশ্চিত করবে। দলমত-নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার।
আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ঘটনায় কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সহসভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্ত্রীর নামের সঙ্গে উপজেলা সভাপতির নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আরেক নেতার ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত সোনা মিয়া (৫৫) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তাঁর বড় ভাই মুকুল মিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।
বাংলাদেশকে উন্নয়নে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনা সরকার যত দিন থাকবে, দেশের মানুষ তত দিন সেবা পাবে। দেশের উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার। নৌকা বাংলাদেশের মানুষের উন্নয়নের প্রতীক।
আজ শনিবার রংপুরের কাউনিয়ায় উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামা নয়াটারী গ্রামে নিহত আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার পরিবারকে সমবেদনা জানাতে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়নের পরিবর্তে আবারও সন্ত্রাস, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছে। বিগত সরকারগুলোর আমলে দেশে এত উন্নয়ন হয়নি। এলাকা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মানুষ নৌকার বিজয় নিশ্চিত করবে। দলমত-নির্বিশেষে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও দরকার শেখ হাসিনা সরকার।
আওয়ামী লীগ কর্মী সোনা মিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এ ঘটনায় কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের সঙ্গে দলের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সহসভাপতি আশরাফুল ইসলাম, সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর আগমন ঘিরে মন্ত্রীর নামের সঙ্গে উপজেলা সভাপতির নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে আরেক নেতার ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত সোনা মিয়া (৫৫) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নয়াটারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তাঁর বড় ভাই মুকুল মিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
২৭ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
৪৩ মিনিট আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
১ ঘণ্টা আগেকায়ছার ইমরান বাবুল শ্রীরামপাশা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের বড় ছেলে। তিনি ২০২১ সালে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে বিজয়ী হননি।
১ ঘণ্টা আগে