Ajker Patrika

টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

বেরোবি প্রতিনিধি
টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বুধবার (৩ এপ্রিল) থেকে ১৬ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। আর ৭ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত বন্ধ থাকবে অফিস। ছুটি শেষে আগামী ১৬ এপ্রিল অফিস ও ১৭ এপ্রিল ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে। 

আবাসিক হল প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি থাকলেও আমাদের অনেক শিক্ষার্থী হলে থাকেন, চাকরির প্রস্তুতি নেন। সে ক্ষেত্রে হল বন্ধ দেওয়া উচিত নয়। তাই অফিস বন্ধ থাকলেও হল খোলা থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত