রংপুর প্রতিনিধি
গাড়ি পার্কিং, ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে রংপুর-ঢাকা মহাসড়কে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মডার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় প্রতিদিন কয়েক শত বাস ও ট্রাক পার্কিং করা থাকে। এই স্থানের নিয়ন্ত্রণ এবং চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম বাবুর অনুসারীদের সঙ্গে তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন এবং ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেনের অনুসারীদের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বাধে।
এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে রাব্বি হোসেনের অনুসারী আমজাদ হোসেন, আখতারুজ্জামান ও আলতাব হোসেনসহ পাঁচজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গতকাল রাতে ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন বাদী হয়ে তাজহাট থানায় মামলা করেন। মামলায় ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলায় মোক্তারুল ইসলাম (৩৬) ও নগরীর আশরতপুর কোটপাড়া এলাকার পলাশকে (২৭) গ্রেপ্তার করেছে।
জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘কী নিয়ে সংঘর্ষ হয়েছে। কেন হয়েছে এগুলো জানি না।’
ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা চাঁদার টাকা ভাগ-বাঁটোয়ারা, আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কোনো মন্তব্য করেননি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মডার্ন মোড়ে গতকাল রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা পূর্ববিরোধের জেরে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রাব্বি হোসেন মামলা করেছেন। রাতেই মোক্তারুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৩ সালের ১১ আগস্ট রাতে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলামকে গাড়ি পার্কিং ও ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে মডার্ন মোড় এলাকায় কুপিয়ে আহত করা হয়। সে সময় গুরুতর আহত মোক্তারুলকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার জেরেই এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
গাড়ি পার্কিং, ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে রংপুর-ঢাকা মহাসড়কে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মডার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড় এলাকায় প্রতিদিন কয়েক শত বাস ও ট্রাক পার্কিং করা থাকে। এই স্থানের নিয়ন্ত্রণ এবং চাঁদার টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলাম বাবুর অনুসারীদের সঙ্গে তাজহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন এবং ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেনের অনুসারীদের সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বাধে।
এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে রাব্বি হোসেনের অনুসারী আমজাদ হোসেন, আখতারুজ্জামান ও আলতাব হোসেনসহ পাঁচজন আহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গতকাল রাতে ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বি হোসেন বাদী হয়ে তাজহাট থানায় মামলা করেন। মামলায় ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলায় মোক্তারুল ইসলাম (৩৬) ও নগরীর আশরতপুর কোটপাড়া এলাকার পলাশকে (২৭) গ্রেপ্তার করেছে।
জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘কী নিয়ে সংঘর্ষ হয়েছে। কেন হয়েছে এগুলো জানি না।’
ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা চাঁদার টাকা ভাগ-বাঁটোয়ারা, আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কোনো মন্তব্য করেননি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মডার্ন মোড়ে গতকাল রাতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা পূর্ববিরোধের জেরে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা রাব্বি হোসেন মামলা করেছেন। রাতেই মোক্তারুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, ২০২৩ সালের ১১ আগস্ট রাতে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোক্তারুল ইসলামকে গাড়ি পার্কিং ও ওঠানো চাঁদার ভাগ-বাঁটোয়ারা নিয়ে মডার্ন মোড় এলাকায় কুপিয়ে আহত করা হয়। সে সময় গুরুতর আহত মোক্তারুলকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার জেরেই এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে কুমিল্লা জেলায় গবাদিপশুর কোনো সংকট হবে না, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত ২৩ হাজার ১৬৬টি পশু রয়েছে। জেলার ১৭টি উপজেলায় কোরবানির পশুর চাহিদা পূরণ করেও উদ্বৃত্ত থাকবে বিপুলসংখ্যক পশু।
২৭ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে জুমার নামাজের সময় চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার দুপুরে গাংনী পৌরসভার উত্তরপাড়ার কারবান ফার্নিচারের সামনে থেকে দুটি ও গাংনী পৌরসভা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। মুসল্লিরা নামাজে থাকতেই চোরেরা মোটরসাইকেলগুলো নিয়ে পালিয়ে যায়।
৩৪ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারকেলগাছ থেকে পড়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইদুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন।
১ ঘণ্টা আগে