Ajker Patrika

ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৭: ০৮
ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার

কাউনিয়ায় এক বৃদ্ধ নারীর বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত সাজুকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুল শেখের ছেলে। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক ওসমান গনি জানান, উপজেলার বাজেমজকুর এলাকার গ্রাম পুলিশ সাজু মিয়া গত বছর একই এলাকার সরকারি বয়স্ক ভাতার তালিকাভুক্ত বৃদ্ধ মমেনা বেগমের বয়স্ক ভাতার ৩ হাজার টাকা মোবাইল থেকে কৌশলে নিজের মোবাইলে ট্রান্সফার করে নেন। পরে ওই বৃদ্ধ নারী বিষয়টি জানতে পেরে সাজুর কাছে টাকা ফেরত চান। কিন্তু গ্রাম পুলিশ সাজু ওই টাকা ফেরত দিতে অস্বীকার করেয়। দীর্ঘদিন ঘুরেও ওই নারী টাকা উদ্ধার করতে পারেননি। অবশেষে ওই নারী বৃহস্পতিবার কাউনিয়া থানায় এসে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই বয়স্ক নারীর ভাতার টাকা আত্মসাতের ঘটনাটি প্রমাণিত হওয়ায় অভিযোগটি এজাহারভুক্ত করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত গ্রাম পুলিশ সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত