বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা পোশাকশ্রমিক মোস্তাফিজুর রহমান শাওন (১৮)। এ ঘটনায় থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো হদিস পায়নি পুলিশ। এ দিকে দীর্ঘদিন থেকে সন্তানের কোনো খোঁজ-খবর না পেয়ে পাগলপ্রায় বাবা-মা।
পরিবার বলছে, নিখোঁজ শাওন বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের ট্রাকশ্রমিক আব্দুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টস নামে একটি কারখানায় চাকরি করতেন। গত বছর ২৫ সেপ্টেম্বর কারখানায় কর্মস্থলে যাওয়ার জন্য চাচার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
শাওন ফতুল্লা এলাকায় তাঁর বড় চাচার বাড়িতে থাকতেন। তার নিখোঁজের খবরে বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নম্বর-১৮৯২)। এ ঘটনার প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
এ বিষয়ে ডিজির তদন্ত কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি নিখোঁজের সংবাদের পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং অ্যান্ড্রয়েড ফোন না থাকায় তাকে খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ দিকে নিখোঁজ শাওনের মা মর্জিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেটা এতদিন ধরে নিখোঁজ। ছেলেটাকে খোঁজার ক্ষেত্রে সহযোগিতাও পাচ্ছি না। আমি প্রশাসনের সবার কাছে আমার ছেলেকে খুঁজে দিতে সাহায্য করা জন্য অনুরোধ জানাই।’
সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নিখোঁজ দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা পোশাকশ্রমিক মোস্তাফিজুর রহমান শাওন (১৮)। এ ঘটনায় থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো হদিস পায়নি পুলিশ। এ দিকে দীর্ঘদিন থেকে সন্তানের কোনো খোঁজ-খবর না পেয়ে পাগলপ্রায় বাবা-মা।
পরিবার বলছে, নিখোঁজ শাওন বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের ট্রাকশ্রমিক আব্দুল খালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফকিরা গার্মেন্টস নামে একটি কারখানায় চাকরি করতেন। গত বছর ২৫ সেপ্টেম্বর কারখানায় কর্মস্থলে যাওয়ার জন্য চাচার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।
শাওন ফতুল্লা এলাকায় তাঁর বড় চাচার বাড়িতে থাকতেন। তার নিখোঁজের খবরে বাবা আব্দুল খালেক ফতুল্লা গিয়ে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। না পেয়ে ২৭ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন (জিডি নম্বর-১৮৯২)। এ ঘটনার প্রায় সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও শাওনের কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার।
এ বিষয়ে ডিজির তদন্ত কর্মকর্তা, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলেটি নিখোঁজের সংবাদের পর থেকে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং অ্যান্ড্রয়েড ফোন না থাকায় তাকে খুঁজে বের করতে একটু সমস্যা হচ্ছে। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ দিকে নিখোঁজ শাওনের মা মর্জিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেটা এতদিন ধরে নিখোঁজ। ছেলেটাকে খোঁজার ক্ষেত্রে সহযোগিতাও পাচ্ছি না। আমি প্রশাসনের সবার কাছে আমার ছেলেকে খুঁজে দিতে সাহায্য করা জন্য অনুরোধ জানাই।’
কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে ছুরিকাঘাতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার রহিম উল্লাহর ছেলে...
৪ মিনিট আগেভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
৩১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
৩৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৪০ মিনিট আগে