পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।
আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাদল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর ভাই মিজানুর রহমানসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বাকি তিন আসামি হলেন, পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের আফছার আলী, রাণীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের সাগর ও সুমন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের সঙ্গে তাঁর বড় ভাই মোখলেছুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় ভাই মোখলেছকে হত্যা করে বাবার সমস্ত সম্পত্তি নিজের করে নিতে আফছার আলী, সাগর ও সুমনের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেন মিজানুর।
আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ১০ জুলাই রাতে হাজীপুর-পটুয়াপাড়া সড়কের হাজীপুর এলাকায় মোখলেছকে হত্যার জন্য অপেক্ষা করছিল আসামিরা। এ সময় সেই রাস্তা দিয়ে বাদল বন্ধুর রাজেন্দ্র নাথের ছেলের অন্ন প্রশাসনের দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা আসামিরা ভুল করে বাদলকে মোখলেছ ভেবে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় বাদলের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০১৩ সালের ১১ জুলাই পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মিজানুর এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করেন। সেই মতে পুলিশ মিজানুরসহ চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এই আদেশ দেন।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
৪ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে