রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে কৃষকের সেচপাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা (ওসি) এম এ ফারুক।
পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের কৃষক আফজাল হোসেন গতকাল শুক্রবার বিকেলে তাতারপুর মাঠে সেচঘরে তালা দিয়ে বাড়িতে যান। আজ ফজরের নামাজ শেষে জমিতে পানি দেওয়ার জন্য সেচঘরে গেলে ঘরের দরজার তালা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন সেচপাম্পের বৈদ্যুতিক তারে একজন জড়িয়ে আছেন। তা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দেখে একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাসান মিয়া বৈদ্যুতিক তারে আটকে মৃত অবস্থায় রয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে শুনলাম আফজাল হোসেনের সেচ মোটরে একজন বিদ্যুতায়িত মারা গেছেন। গিয়ে দেখি সে একই গ্রামের শহীদুল ইসলামে ছেলে হাসান। তবে আমরা ধারণা করছি, সে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক মোবাইল ফোনে বলেন, প্রাথমিক তদন্তে চুরির সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মৃত হাসানের বাবা বিনা পোস্টমর্টেমে কাফনের জন্য থানায় একটা আবেদন জমা দিয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুরের পীরগঞ্জে কৃষকের সেচপাম্প চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হাসান মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মংকর্তা (ওসি) এম এ ফারুক।
পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের কৃষক আফজাল হোসেন গতকাল শুক্রবার বিকেলে তাতারপুর মাঠে সেচঘরে তালা দিয়ে বাড়িতে যান। আজ ফজরের নামাজ শেষে জমিতে পানি দেওয়ার জন্য সেচঘরে গেলে ঘরের দরজার তালা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন সেচপাম্পের বৈদ্যুতিক তারে একজন জড়িয়ে আছেন। তা দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে দেখে একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে হাসান মিয়া বৈদ্যুতিক তারে আটকে মৃত অবস্থায় রয়েছেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সকালে শুনলাম আফজাল হোসেনের সেচ মোটরে একজন বিদ্যুতায়িত মারা গেছেন। গিয়ে দেখি সে একই গ্রামের শহীদুল ইসলামে ছেলে হাসান। তবে আমরা ধারণা করছি, সে মোটর চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।’
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক মোবাইল ফোনে বলেন, প্রাথমিক তদন্তে চুরির সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মৃত হাসানের বাবা বিনা পোস্টমর্টেমে কাফনের জন্য থানায় একটা আবেদন জমা দিয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৩ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৪ ঘণ্টা আগে