কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় মসজিদের ভেতরে আলমারি ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন জানান, তিনি রোববার দুপুরে জোহরের আজান দেওয়ার জন্য গিয়ে দেখতে পান মসজিদ ঘরের গ্রিলের দরজার তালা ভাঙা। মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের মেম্বারের পাশে আলমারিও ভাঙা। পরে তিনি মসজিদের সহসভাপতি ও ক্যাশিয়ারকে বিষয়টি জানান।
মুয়াজ্জিন মহির উদ্দিন বলেন, প্রতি জুম্মার দিনে মুসল্লিদের দানের টাকা ওঠে। এ ছাড়া মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদানের টাকাও ওঠে। দানের ও অনুদানের টাকা ক্যাশিয়ারের মাধ্যমে মসজিদের আলমারিতে জমা থাকে। তবে আলমারিতে কত টাকা ছিল, তা জানা নেই। দায়িত্বে থাকা ক্যাশিয়ার টাকার পরিমাণ বলতে পরবেন।
মসজিদের ক্যাশিয়ার নুর নবী হোসেন জানান, গতকাল শনিবার তিনি হিসাব করে ৬৭ হাজার ১০০ টাকা এবং একটি কৌটায় পাঁচ টাকার কয়েন ৯০০ টাকা মসজিদের ভেতরে আলমারিতে রাখেন। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মসজিদের দরজার তালা এবং আলমারি ভেঙে কে বা কারা ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া আলমারিতে আরও কিছু এক, দুই টাকার কয়েন ছিল, চোর কয়েনগুলো নিয়ে যায়নি।
ক্যাশিয়ার নুর নবী হোসেন জানান, মসজিদ কমিটির সিদ্ধান্ত হয়েছিল মসজিদের দানের ও অনুদানের টাকা আগামী জানুয়ারি মাসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করা হবে। এর আগে চুরি হয়ে গেল। এ ঘটনায় তিনি সোমবার কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, মসজিদের আলমারি ভেঙে টাকা চুরির ঘটনায় কমিটির ক্যাশিয়ার অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পুলিশ গিয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের কাউনিয়া উপজেলায় মসজিদের ভেতরে আলমারি ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল রোববার উপজেলার বালাপাড়া ইউনিয়নের পূর্ব পাঞ্জর ভাঙ্গা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের মুয়াজ্জিন মহির উদ্দিন জানান, তিনি রোববার দুপুরে জোহরের আজান দেওয়ার জন্য গিয়ে দেখতে পান মসজিদ ঘরের গ্রিলের দরজার তালা ভাঙা। মসজিদের ভেতরে গিয়ে দেখতে পান ইমামের মেম্বারের পাশে আলমারিও ভাঙা। পরে তিনি মসজিদের সহসভাপতি ও ক্যাশিয়ারকে বিষয়টি জানান।
মুয়াজ্জিন মহির উদ্দিন বলেন, প্রতি জুম্মার দিনে মুসল্লিদের দানের টাকা ওঠে। এ ছাড়া মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদানের টাকাও ওঠে। দানের ও অনুদানের টাকা ক্যাশিয়ারের মাধ্যমে মসজিদের আলমারিতে জমা থাকে। তবে আলমারিতে কত টাকা ছিল, তা জানা নেই। দায়িত্বে থাকা ক্যাশিয়ার টাকার পরিমাণ বলতে পরবেন।
মসজিদের ক্যাশিয়ার নুর নবী হোসেন জানান, গতকাল শনিবার তিনি হিসাব করে ৬৭ হাজার ১০০ টাকা এবং একটি কৌটায় পাঁচ টাকার কয়েন ৯০০ টাকা মসজিদের ভেতরে আলমারিতে রাখেন। রোববার সকাল থেকে দুপুরের মধ্যে মসজিদের দরজার তালা এবং আলমারি ভেঙে কে বা কারা ৬৮ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া আলমারিতে আরও কিছু এক, দুই টাকার কয়েন ছিল, চোর কয়েনগুলো নিয়ে যায়নি।
ক্যাশিয়ার নুর নবী হোসেন জানান, মসজিদ কমিটির সিদ্ধান্ত হয়েছিল মসজিদের দানের ও অনুদানের টাকা আগামী জানুয়ারি মাসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা করা হবে। এর আগে চুরি হয়ে গেল। এ ঘটনায় তিনি সোমবার কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, মসজিদের আলমারি ভেঙে টাকা চুরির ঘটনায় কমিটির ক্যাশিয়ার অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পুলিশ গিয়েছিল। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
১৩ মিনিট আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
১৫ মিনিট আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১৬ মিনিট আগেপাঁচ দিনের রিমান্ড শেষে অপূর্বকে আজ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে