Ajker Patrika

নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে পায়ে হেঁটে ২০ কিলোমিটার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫: ৩৬
Thumbnail image

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ২০ কিলোমিটার সাংস্কৃতিক পদযাত্রা শেষ হয়েছে। গতকাল শনিবার রংপুর জেলার হোসেননগর থেকে শুরু হয় এই সাংস্কৃতিক পদযাত্রা। আজ রোববার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দের ইসলামপুরে গিয়ে শেষ করা হয়। 

বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই সাংস্কৃতিক পদযাত্রার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করি ও ভূমিহীন সমিতি। 
 
নিজেরা করি ও পায়রাবন্দ ভূমিহীন সমিতি সূত্রে জানা যায়, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও নারী নির্যাতন প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে সাংস্কৃতিক পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রার সময় জনবহুল এলাকায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান নিজেরা করির বিভাগীয় সংগঠক গৌতম দে সরকার। 

এই পদযাত্রা সম্পর্কে পায়রাবন্দ আঞ্চলিক কার্যালয়ের সংগঠক সাবিনা বেগম বলেন, ২০ কিলোমিটার পদযাত্রা করার সময় বিভিন্ন স্থানে লোকসংগীত ও আটটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। 

জনসচেতনতা সৃষ্টির জন্যই সাংস্কৃতিক পদযাত্রার আয়োজন করা হয়েছে বলে জানান পায়রাবন্দ ভূমিহীন সমিতির সভাপতি ও চতুর্থবার নির্বাচিত নারী সদস্য মরিয়ম বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত