Ajker Patrika

১৫ দিন পর নীলফামারীতে পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৮: ২৩
১৫ দিন পর নীলফামারীতে পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

১৫ দিন পর নীলফামারীর সৈয়দপুরে পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ছয়টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সৈয়দপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শহরের পাঁচ মাথা মোড় এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি রাইফেল ও একটি পিস্তল খোয়া যায়। তাৎক্ষণিকভাবে রাইফেল দুটি উদ্ধার হলেও পিস্তলটি পাওয়া যায়নি। 

ওসি শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ৯টার দিকে শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় এক বিহারির (উর্দুভাষী) পরিত্যক্ত বাড়ির দেয়ালের সামনে রাস্তার পাশের ঝোপ থেকে ওই পিস্তল, ছয়টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, গত ১৮ জুলাই তারিখের সহিংসতার ঘটনায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গতকাল পর্যন্ত মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

গভর্নরের গাড়ি আটকে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত