কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ রোববার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। এ ছাড়া জনগণের জানমাল রক্ষায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের একটি দলকে উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার উপজেলার কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগ মীরবাগ কদমতলা এলাকায় শান্তি সমাবেশ করে। অপর দিকে ৯০ দশকের ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের অপর অংশ সন্ধ্যায় মীরবাগ বাজারে শান্তি সমাবেশের আয়োজন করে। তাদের সমাবেশটি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে আসে। এ সময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।’
ওসি মোন্তাছের বিল্লাহ আরও বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘গতকাল সন্ধ্যার পর আওয়ামী লীগের একটি অংশের শান্তি সমাবেশে বক্তব্য চলছিল। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয় এলাকায় আসা মাত্রই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রুপের কর্মীরা ইটপাটকেল ছোড়ে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশ উভয় পক্ষের উত্তেজিত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘গত জানুয়ারিতে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়ে যায়। এ নিয়ে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পদপ্রত্যাশী নেতারা এর পর থেকে বিভিন্ন আন্দোলন শুরু করে। আর ইউনিয়ন কমিটি নিয়ে গতকাল শনিবার রাতে শান্তি সমাবেশে আওয়ামী লীগ ও পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তি সমাবেশে আসা কর্মীদের জন্য দলীয় কার্যালয়ে আপ্যায়নের ব্যবস্থা ছিল। কিন্তু অন্য নামের ব্যানারে একটি পক্ষ বিশৃঙ্খলা করতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ ঘটনায় আমাদের কয়েকজন কর্মী আহত হন।’
হান্নান আরও বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ৯০ দশকের ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারি দলের কর্মী। মীরবাগ বাজারে শান্তি সমাবেশ ছিল। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কতিপয় নেতা আমাদের পূর্বঘোষিত তারিখে শান্তি সমাবেশ ডাকে। আমাদের শান্তি সমাবেশ চলাকালে তাদের মিছিল থেকে অতর্কিতভাবে ইটপাটকেল ছোড়ে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন।’
রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আজ রোববার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। এ ছাড়া জনগণের জানমাল রক্ষায় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের একটি দলকে উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার উপজেলার কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগ মীরবাগ কদমতলা এলাকায় শান্তি সমাবেশ করে। অপর দিকে ৯০ দশকের ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের অপর অংশ সন্ধ্যায় মীরবাগ বাজারে শান্তি সমাবেশের আয়োজন করে। তাদের সমাবেশটি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে আসে। এ সময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।’
ওসি মোন্তাছের বিল্লাহ আরও বলেন, ‘দুই গ্রুপের দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘গতকাল সন্ধ্যার পর আওয়ামী লীগের একটি অংশের শান্তি সমাবেশে বক্তব্য চলছিল। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয় এলাকায় আসা মাত্রই দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রুপের কর্মীরা ইটপাটকেল ছোড়ে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ সময় পুলিশ উভয় পক্ষের উত্তেজিত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘গত জানুয়ারিতে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। কমিটিতে অনেক ত্যাগী নেতা বাদ পড়ে যায়। এ নিয়ে পদপ্রত্যাশী নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পদপ্রত্যাশী নেতারা এর পর থেকে বিভিন্ন আন্দোলন শুরু করে। আর ইউনিয়ন কমিটি নিয়ে গতকাল শনিবার রাতে শান্তি সমাবেশে আওয়ামী লীগ ও পদপ্রত্যাশী নেতা-কর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তি সমাবেশে আসা কর্মীদের জন্য দলীয় কার্যালয়ে আপ্যায়নের ব্যবস্থা ছিল। কিন্তু অন্য নামের ব্যানারে একটি পক্ষ বিশৃঙ্খলা করতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ ঘটনায় আমাদের কয়েকজন কর্মী আহত হন।’
হান্নান আরও বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে ৯০ দশকের ছাত্রলীগের মুখপাত্র আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সরকারি দলের কর্মী। মীরবাগ বাজারে শান্তি সমাবেশ ছিল। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কতিপয় নেতা আমাদের পূর্বঘোষিত তারিখে শান্তি সমাবেশ ডাকে। আমাদের শান্তি সমাবেশ চলাকালে তাদের মিছিল থেকে অতর্কিতভাবে ইটপাটকেল ছোড়ে। এতে আমাদের কয়েকজন নেতা-কর্মী আহত হন।’
কুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন। রোববার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ মিনিট আগেসিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৬ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৬ ঘণ্টা আগে