Ajker Patrika

ফুলবাড়ীতে বিক্ষোভে বিপুল অংশগ্রহণ, এমপির বাসভবন ও আ.লীগ কার্যালয় ভাঙচুর

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে বিক্ষোভে বিপুল অংশগ্রহণ, এমপির বাসভবন ও আ.লীগ কার্যালয় ভাঙচুর

সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদসহ এক দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। এ সময় দিনাজপুর–৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজারের বাসভবন ও উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। 

আজ রোববার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দলে দলে সমবেত হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টায় তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের ঢাকা মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকে। সাড়ে ১১টার দিকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে সড়ক ব্যারিকেড দিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সমাবেশ করে আন্দোলনকারীরা। 

বিক্ষোভ মিছিল চলাকালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছিলেন। তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায় কিছু যুবক। তর্কবিতর্কের একপর্যায়ে দিনাজপুর–৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগরে সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজারের পাঁচতলা বাস ভবন ও দলীয় কার্যালয়ে ইট পাটকেল মেরে ভাঙচুর করা হয়। এ সময় দলীয় নেতা–কর্মীরা বাসভবনের ভেতরে প্রবেশ করে নিজেদের রক্ষা করেন। 

ফুলবাড়ীতে স্থানীয় এমপির বাসভবন ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরএতে আরও উত্তপ্ত হয়ে উঠে ফুলবাড়ী। এ সময় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। 

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, ভাঙচুরের ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার দায়ভার আমরা নেব না। 

অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলেতেই পারে। পুলিশ কেন তাদের গুলি করে মারছে? কী দোষ করেছে তারা? এ কেমন রাষ্ট্র, অধিকারের কথা বলা যাবে না! সন্তানদের পাশে দাঁড়াতে এবং তাদের দাবি আদায়ে আমরাও তাদের পাশে আছি। আমরা শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত