Ajker Patrika

দেবীগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, বিএনপির ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি
দেবীগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, বিএনপির ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাতজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবী এবং আওয়ামী লীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠায়। 

গ্রেপ্তাররা হলেন—দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। তাদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে, শহীদ আলীর বাড়ি পাশের সোনাহার এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের পদযাত্রা ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ নেতা-কর্মী আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর নবীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে দেবীগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত