পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাতজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবী এবং আওয়ামী লীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন—দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। তাদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে, শহীদ আলীর বাড়ি পাশের সোনাহার এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের পদযাত্রা ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ নেতা-কর্মী আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর নবীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউনিয়ন বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাতজন বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে ইউনিয়ন কৃষক লীগের নেতা নুর নবী এবং আওয়ামী লীগ কর্মী শাহাজান আলী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে পাঠায়।
গ্রেপ্তাররা হলেন—দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপিকর্মী আশরাফুজ্জামান, আনোয়ার হোসেন, ময়নুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শহীদ আলী। তাদের সকলের বাড়ি চিলাহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে, শহীদ আলীর বাড়ি পাশের সোনাহার এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের পদযাত্রা ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের ৬ নেতা-কর্মী আহত হন। তাদের মধ্যে ইউনিয়ন কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর নবীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে দেবীগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এ পর্যন্ত চিলাহাটি ইউনিয়ন বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
২ মিনিট আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৬ মিনিট আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৯ মিনিট আগে‘আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি।’ এটুকু বলেই ডুকরে কেঁদে ওঠেন ব্যবসায়ী তহুরুল ইসলাম। তিনি ঢাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাবা। রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার...
১৬ মিনিট আগে