Ajker Patrika

নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

নীলফামারী প্রতিনিধি
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ এক শ্রমিক। ছবি: সংগৃহীত
হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ এক শ্রমিক। ছবি: সংগৃহীত

নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক বাংলাদেশ লিমিটেডের কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এটি ওই কোম্পানির খেলনা তৈরির একটি কারখানা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ দুজন হলেন জেলার সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি গ্রামের রমজান আলী (২৫) ও জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারিপাড়ার খায়রুল ইসলাম (২৪)। তাঁদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ওই শ্রমিকদের সহকর্মীরা জানান, কারখানায় রাতের শিফটের কাজ চলছিল। রাত সোয়া ৮টার দিকে ডায়াস্টিক মেশিনটি অতিরিক্ত গরমে বিস্ফোরিত হয়। এ সময় খায়রুল ও রমজান দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, কারখানার মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিককে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁদের রমেক হাসপাতালে পাঠানো হয়। তাঁদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আব্দুল জব্বার আজকের পত্রিকাকে বলেন, কোম্পানির পক্ষ থেকে তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

বরিশালে ঘরের ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ, খাটের ওপর নিথর দেহ স্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত