Ajker Patrika

সাড়ে ৪ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫: ২২
সাড়ে ৪ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল। আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে বিমান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার কারণে এই বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, নীলফামারীতে সকাল ৯টায় ১২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার।

এতে বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় দেখা দেয়। দুর্ভোগে পড়েন তিন শতাধিক ঢাকাগামী বিমানযাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ১০০ মিটার, বেলা ১টায় তা বেড়ে ১৫০০ মিটারে গিয়ে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফ্লাইট চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়।

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। ১টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। কুয়াশার কারণে শিডিউল বিপর্যয় হলেও কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত