Ajker Patrika

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

রংপুর প্রতিনিধি
গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ছবি: আজকের পত্রিকা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে মহানগর কোতোয়ালি থানা থেকে তাঁকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামি পক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, ‘সাবেক এমপি আফতাব উদ্দিন বয়স্ক মানুষ। রাজনৈতিক কারণে মামলার আসামি হয়েছেন। তাঁর পক্ষে জামিন শুনানি এবং রিমান্ড বাতিল চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড দিয়েছেন।’

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর সেনপাড়ার গুড় মজিবরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আফতাব উদ্দিন সরকার নগরীর সেনপাড়ার ওই বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা ছিলেন।

পুলিশ আরও জানায়, বিগত ১৬ বছর বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট রংপুর রাজা রামমোহন ক্লাবের সামনে পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি। ওই মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকেও রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তিনি ডিমলা এবং নীলফামারী সদর থানায় পৃথক হত্যাচেষ্টা মামলার আসামি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১২টার দিকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত