Ajker Patrika

নিহত বন্ধুকে দেখতে যাওয়ার পথে অপরজনের মৃত্যু, পুড়ল একই শ্মশানে

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২৯
নিহত বন্ধুকে দেখতে যাওয়ার পথে অপরজনের মৃত্যু, পুড়ল একই শ্মশানে

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। হঠাৎ পাওয়া খবরে বন্ধুর মরদেহ দেখতে যাওয়ার পথেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার সকালে দুই বন্ধুর একই শ্মশানে সৎকার করা হয়েছে। 

বিদ্যুতায়িত হয়ে নিহতের নাম দীনবন্ধু চন্দ্র রায় (৪০)। তিনি সদর উপজেলার বেগুনবাড়ী পানিয়াপাড়া এলাকায় বাসিন্দা। তাঁর ঘনিষ্ঠ বন্ধু দীনেশ রায় (৪০)। দীনেশ রায় সদর উপজেলা খোঁচাবাড়ী সিঙ্গিয়া গ্রামের মৃত তরিমহন রায়ের ছেলে। 

নিহত দীনবন্ধু চন্দ্রের বড় বোন আরতী রাণী আজকের পত্রিকাকে জানান, কয়েক দিন ধরে বাড়ির বৈদ্যুতিক মোটর পাম্পটি নষ্ট ছিল। গতকাল শুক্রবার দীনবন্ধু স্থানীয় একটি বাজার থেকে মোটর পাম্পটি ঠিক করে আনেন। পরে রাত ১১টার দিকে পাম্পটি পুনরায় বসাতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সুইচ বন্ধ না করায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর তাঁকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেগুনবাড়ি ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজা আজকের জানান, গতকাল রাত ১১টার দিকে দীনেশ রায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু দীনবন্ধুর মৃত্যুর সংবাদ পেয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় বন্ধুর বাড়িতে পৌঁছানোর কিছু আগেই বুকে ব্যথা অনুভব করেন দীনেশ। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দীনেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ইউনিয়নের পানিয়াপাড়া এলাকার পরিতোষ রায় রবি আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা (দীনবন্ধু ও দীনেশ) দুই বন্ধু ছিলেন হরিহর আত্মা। গ্রামে যেকোনো আচার-অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। দুজনেরই এমন করুণ মৃত্যু মেনে নেওয়া যায় না।’

সিঙ্গিয়া এলাকার বাসিন্দা অতুল ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ২০ বছর ধরে দীনবন্ধু ও দীনেশের মধ্যে বন্ধুত্ব দেখছি আমরা। ব্যক্তিজীবনে তাঁরা দুজনই খুবই হাসি-খুশি আর সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত