Ajker Patrika

নবজাতক নাতিকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন দাদি

রংপুর প্রতিনিধি
নবজাতক নাতিকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন দাদি

রংপুর মহানগরীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মমতাজ বেগম (৫৫)। আজ রোববার বিকেল ৪টার দিকে মহানগরীর আরকে রোডে ঢাকা-রংপুর মহাসড়কের মেঘনা ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিহত মমতাজ বেগমের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামে। তিনি উমর আলীর স্ত্রী। 

পুলিশ জানায়, নিহত মমতাজ বেগম তাঁর ছেলের ঘরে জন্ম নেওয়া নবজাতক নাতিকে দেখতে হাসপাতালে এসেছিলেন। মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আরকে রোডে রংপুর-ঢাকা মহাসড়কের মেঘনা ক্লিনিকের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা মমতাজ বেগম ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রোকনুজ্জামান সিয়াম (২০) আহত হয়েছেন। 

কোতোয়ালি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান বলেন, অ্যাম্বুলেন্সটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত